ভেঙে পড়া মেঘ ,কিছু জল চাপ
বসে থাকা অলস সময় ,জানালার বাইরে
ঝরে টুপটাপ ,দূর্বা ঘাসের মাথায় ,কিছু উত্তাপ
শেষ চুমুর ... ইচ্ছে ঘুড়ির প্রিয় গানে ... ॥
ভাঙ্গা জানালার ,অভিমানী মন ,
তোমার আমার মাঝে দূরত্ব এখন ,
বৃষ্টি ভেঁজা রাস্তা গুলো ওই ,ল্যাম্প পোস্ট ময়
গোলাপী আবেগ ,এখন শুধু ব্যস্ত সময় ॥
টুপটাপ বৃষ্টির শীতল ছোঁয়ায় ,ভাঙ্গা গলায় রবি ঠাকুরের সুরে
"আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে
তুমি আছো হৃদয় জুড়ে ..... ॥ "