এরপর ঘাস হয়ে গেছে মাঠ ,
আকাশের ভিতর যে আকাশ মেঘ ছুঁয়েছে তারা'ও
ধানসিঁড়ি বেয়ে চলা নৌকায় ,মাটির গন্ধে পথঘাট ।।
আজও কি কবিতায় লেখে পাগল প্রেমিক ?
"চুল তার কবে কার নিন্দিশার ,বনলতা সেন ?
জামরুল গাছের ডালে বসে ফিঙেটাও সে কথা বুঝে নিক ।।
"তুইও আজ বড্ড অচেনা ,তুমিই কি আপনি ?
"সুরঞ্জনা যেওনা আর" ,বারণ কেউ শুনেনি ।।
ছেঁড়া পালের নৌকায় সেই ছেলেটি ফিরেনি আর
নিখোঁজ নিজেই নিজে "সাতটি তারার তিমিরে"
প্রেম খুঁজেছে "রূপসী বাংলায়'সেও ,ভীষণ জ্বর আজ তার ।।