ছায়া নেমে আসে তারপর।পথ।সে পাথর
ছদ্মবেশী ,সে ভিনদেশী।আঙ্গুল গুনছে নরম আদর
রাজপথে নেমে আসুক মেঘ,অভিমান জমাচ্ছি কিস্তিতে কিস্তিতে
চুমু,তুমি সিগারেট নও,প্রেম বলছি না শীতে ।
ঘৃণা দিও ,প্রিয়। কংক্রিট শহর ,আমার কবর ।
শরীর খোঁজে উষ্ণতা।মায়া।বৃষ্টি ভেজা মন-খারাপি জ্বর।
অনশনে বসেছে দেশদ্রোহী, আঁকছি ছবি ,প্রেমিকা'র
ভিতর ভিতর বাড়ছে যে ,সাহস কি আছে ? লিখবো কথা তার?
আমিও সেক্স খুঁজে প্রেম বিকবো, কিপ্টে ভীষণ
"বেশ্যা" বলছি তাকে, পাহাড়, বাড়ছে ওজন ...