জানালাটা খোলা থাক!
দুটো ভিজে কাক,মন বৃষ্টিতে,
রিমঝিম ঝিম,ভীষণ কঠিন,
ভিজে যায় শুধু চোখ,
এ অবরোধ, অফিস ফেরত ,দিন।।
জানলাটা খোলা থাক,
দুটো ভিজে কাক,মন যেন মেঘ,
শুধু টুপটাপ,পুরোনো আবেগ
ভিজে যাবে ফের চোখ,অসুখ,
আমি অন্য লোক,হারাচ্ছে যেভাবে চেনা মুখ..
চল জানালায় গিয়ে বসি,
কত হাসাহাসি,ভিড় বাড়ছে...
চল বৃষ্টিতে ভিজে যাই
কান্নাকে গিলে খাই,জ্বর বাড়ছে।।
রিমঝিম ঝিম,ভীষণ কঠিন,সময়
বন্ধুদের ভিড়ে,আসলে বন্ধু'ত কেউ নয়।।
জানলাটা খোলা থাক,
দুটো ভিজে কাক,আর নেই,
পরে থাকে মন,ভুল হিসেব, এ জীবন,
ব্যর্থ সে প্রেম,যতটুকু এই,কলকাতাতেই।।
জানলাটা খোলা থাক,
বৃষ্টিটা ভিজে যাক,মন,খুব,
কান্নাকে গিলে খাই, এ বৃষ্টিতে ভিজে যাই
চুপ!
ভীষণ চুপ...।।