দু মুঠো চাল দিয়ে রেখো।মেঘ।
রোদ ভিজে যায় ,ক্লান্ত চোখে
দীর্ঘ নিঃশ্বাস কবিতা শুধু হয় না ..
পর্দা সরিয়ে উঁকি দিয়ে দেখি
রাত্রি ফর্সা হয়ে গেছে কবে
"মন-জমি! বৃষ্টি কি তুমি ? " আয়না ।
তারপর শিশির ভেজা ঘাস
আঘাত দিতে আমিও ভীষণ পারি
চোখ মেলে ধরো ,সর্বনাশ ..
ঘুম ভেঙে যায় ভোর রাতেই।
স্বপ্ন দেখি না আর আমি ..