ধরো চলমান কিছু উল্কাতে আরো একটা নতুন গল্পের দেশ ।
বইয়ের পাতায় তখন ধোঁয়া ধোঁয়া অক্ষরমালা। তবে বেশ !
নিয়মমাফিক আমিও তোমার অক্ষ ধরে এক পা বাড়াই ।
হয়তো অন্য কোনো গল্পের তুমি নায়িকা ,তবুও শব্দে হারাই ।।


নদী যেমন নিজেও জানে না সাগরের গভীরতা।
আমিও আগন্তুক তখন ,আমার শহরে গোলাপ নীরবতা ।।
তবুও যদি কিছু ফানুস দেখে চাঁদ উঠে হেসে ।
আমিও আপন মনে যাবো তোমায় ভালোবেসে ।।