সন্ধ্যার অন্ধকারটা আস্তে আস্তে আরো গাঢ় হতে হতে
একটা গভীর কালো রাত । মেঘলা আকাশে শুকতারার লুকোচুরি ।
জানালার ওপাশটায় ঝিঁঝির ডাকে আড়ষ্ট তখনও শরীর ।
ততক্ষনে দিগন্ত রেখা পেরিয়ে সূর্য ,হয়তো তোমার আকাশে ।।
হয়তো বড্ড বেশি অভিমানে আজও প্রাচীর।
কাঁটাতারে ওপাশে গেলেই বিপদচিহ্ন এখন ।।
ল্যান্ডমাইনে পা পড়বে যখন তখন ,আর "বুমম"।।
আরও একটা হিমালয় জেগে উঠে ততদিনে ,
থেটিসের উত্থানে উষ্ণতা মাপে রিখটার স্কেল ।
গভীরের ক্ষত গুলো ফসিলস হয়ে
আরও একটা শ্রাবন নেমে আসে পৃথিবীর বুকে ।।