কিছু কিছু কথা আজও রঙ তুলিতে বাঁধা
গোপনে বালিশ ভেজায় শুধু ।
কারণ ছাড়াই রিখটার স্কেলে পরিমাপ করে তীব্রতা ।
ইসিজি তে তখন সুনামি হয় ,প্লাবিত্ব ম্যানগ্রোভ
গল্প পাতে অন্য কোনো গানে ।

বন্ধ দরজায় হয়তো আজও ঝুলে আছে
গোলাপ ফসিলস । হঠাৎ মন খারাপের
বিজ্ঞাপন যেন সংবাদ শিরোনাম হয়ে যায়  তখন ।
আমি চোরাবালিতে ফের স্বপ্ন আঁকি একটু ,
স্বপ্ন ভাঙতেই দেখি চশমায় তোমার রুমালের
ছোঁয়া আজও লেগে আছে ।।



"(তুমি যে আমার ,2016)