তখন আমার পালিয়ে যাওয়ার চেষ্টা ,
জল পেরিয়ে ,ধান পেরিয়ে ,মাঠ পেরিয়ে ,
স্কুল পেরিয়ে ,বউ বর খেলা পেরিয়ে
বুঝিনি ,বাড়ছে সে ভিতর ভিতর,জ্বর তার..

আমি মানচিত্র হয়ে দাঁড়িয়ে থাকি
প্রেম প্রেম বিজ্ঞাপনে ,মন-কাছাকাছি
চায়ের কাপ,সিগারেট ,শহর তোকে রাখি ...

ভেঁজা মাটির গন্ধ তখনও ভিজে যায়
একাকী।ঘাস হয় মাঠ ,মেঠো পথ
   "ভালোবাসি" ভাবতেই ভীষণ অপরাধ। বোধ ।
                   সে শুধু থেকে যায় ...


(অপরূপা তুমি ,46)