স্নান সেরে নিয়ে,জানালার কাছে বসে আছি।
কেউ নেই কোথাও,ফাঁকা পরে আছে রাস্তা,শহর।।
আমাদের বিলে শাপলা ফুটত তখন,
হেলেঞ্চা শাকে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে বাটা।।
এক পেট খেয়ে নিতাম।।
আসলে চোখের মত সত্যি আর কিছু নেই পৃথিবীতে।
রোদে স্নান সেরে নিয়ে গিরগিটিদের ভাতঘুম
সহজেই দেখা যায় ,চশমা গুলো ভেঙে ফেললে।।
ঘামের গন্ধটা পারফিউমে যায় না ।
যেভাবে কবিতারা অসহায় হয়ে পড়ে
বুলেটের উস্কানিতে।
স্নান সেরে নিয়ে গা মুছে নেয় রাষ্ট্র।।