যাচ্ছে দিন ,বয়ে যাচ্ছে সময়
হারিয়ে যাচ্ছে একে একে সব
গোলমেলে এই হিসেবের দুনিয়ায়
বদলে গেছে ধারাপাত ।
চোখে যা দেখছি,দেখে যে ধারনাটা মনে জন্মাচ্ছে
এক নিমেশেই কেমন বদলে যায়
যখন উল্টো পথে ...অন্য কোনো গান
তোমারই কোনো প্রিয়জন গায় ।।
স্বপ্ন দেখা ...একপা দুপা করে তার পিছুপিছু
ছুটে চলা ...হাতের নাগালে এসে
যদি হঠাত্ ভেঙ্গে যায়
চেনা পথ ...তখন যেন হঠাত্ হারায়
তোমার স্বপ্নের হারানোর ঠিকানায়।
অশ্রু হয় বাস্পীভূত ....জমে মেঘ
তোমার আকাশের বুকে
যদি গল্পটা শেষ হওয়ার আগেই
কথা গুলো হঠাত্ হারিয়ে যায়।
তবুও পথ চলা ...মেঘের মলাট
সরিয়ে ঠিক জানি উঠবে সবিতা
হয়তো ছন্দ থাকবে না
তবুও ঠিক তোমায় নিয়ে লেখা হবে
অন্য কোনো কবিতা
বৃষ্টি ঠিক হবে ...ফের মাথা নাড়াবে
তোমার মনের ধান-দূর্বারা আবার
শুধু তুমি অপেক্ষা করো একটু ।।