চোখ বুজে আসছে আমার ,প্লিজ ঘুমাতে দাও।
ঘুমের ভিতর দিয়ে  শূন্যহাঁড়িতে জল ঢেলে মা
  ঢকঢক করে এক পেট খেয়ে নেয় রাতের খাবার।।

জানালা খুলে দিতেই বাবার দেওয়া নতুন সাইকেল
বহু দূর যেতে হবে ,প্লিজ  সামনে থেকে সরে যাও।

ওই দূরে  কুকুরটা কেন ওমন ডেকে যাচ্ছে ,প্লিজ ওকে থামান ,
তিস্তার তুমি একটু থেমে যেত পারো প্লিজ
পাথর কাটিয়ে জল পেরোনোর দিন শেষ।

ল্যাম্পপোস্ট তুমি এবার একটু নিভে যাবে প্লিজ
আলোতে ছায়ারা বেশি দেখা যায় ,
ট্যাফিক পুলিশটা ঝিমুচ্ছে ,ও দেখতে পাবে না কিছু।

চাঁদটাও মেঘে ঢেকে গেছে ,ও দেখতে পাবে না ।
বৃষ্টি তুমি আসবে একবার প্লিজ !
ক্লান্তি গুলো ধুয়ে দাও আর একবার

আমাকে ঘুমাতে দাও প্লিজ
পিছুটান রাখতে নেই কোনোদিন
তোমরা বেকার ডেকে যাচ্ছ আমায়...
আমতলা,হাটখোলা পুকুর পাড়

পুকুর পাড়ে বসে কৈ তোমায় তো কোনোদিন
কথা বলতে দেখিনি ,
আসলে মানুষের একটা সময় কথা বলার মতো
লোক কমে যায়।

আমাকে ঘুমাতে দাও... প্লিজ