বারণ ,মন ছুঁয়ে দেখা তার।দুজন মন্ত্রী মুখোমুখি।
ফিকে হয়ে গেছে রং, মাটির মতোই রাজপ্রাসাদ,
জলের দাগে কপাল পুড়েছে ,আমার নৌকাডুবি।।
আজ রাত্রি যখন আসে,পাহাড় নিচ্ছে মেঘ,জল।
আজ স্বপ্ন সস্তায় বিক্রি ভীষণ, ভোটময় ট্রাফিক
আদুরে সে দিন ,আয়ুর মত।হৃদয় নামের মফঃস্বল।।
আমি অবরোধ হয়ে দাঁড়িয়ে আছি ,মোমবাতিহীন।
পৃথিবীর বুকে জড়িয়ে মাথা,সংসার।ভীষণ ভয়।
ফুল কাঁটা বুকের উপর গুনে গুনে কেটে যায় দিন।।
ভরসা দিও প্রিয়ও! আজান দিচ্ছি মন্দিরে মন্দিরে
আমিও চুমু খাবো দু গালে,সন্ধ্যে নেমে এলে
বিষাক্ত ক্ষত বুকে ধানসিঁড়ি তীরে...।।
(সংক্ষিপ্ত)