আর কিছুদিন থেকে যাওয়া হোক,যেভাবে কেটে গেল শীত।
আরও কিছুক্ষণ দেব আজান,যে চিৎকারে লেখা হবে মিথ।।
এই ধরো,ভীষণ জড়োসড়ো, কেঁপে যাচ্ছে ঠোঁট,
রক্তপাতে'র থেকেও অপমান বরাবরই বারুদ-বিক্ষোপ।।
আলোতেই বোঝা যায় দামী পরিচিত সব মুখ।
আঙুলের ফাঁকে গোনা দিনকাল আজও নাস্তাবুদ।
কাছ থেকেই তো দেখা,এখন কিভাবে বসন্ত দিন কাটে?
হয়নি'ক আর,রং-সমাচার,ফিরে আসা বিবাদীবাগে ।।