ভীষণ মন খারাপেও ,মুখে লেগে থাক হাসি ,
তোমার কঠিন সময় ,বাঁচার স্বপ্ন ভাঙ্গিনী ।

ছোট্ট থেকে শুরু, হোক না ভীষণ পৌঢ়,
ডক্টর ওষুধ দিয়েছে ঠিকই,ছুঁয়ে দেখেনি'ত ।।

জীবন নিয়ে লড়ছে যে জন,ভীষণ অসুখে,
ওষুধে কি সব সারে?বাঁচার স্বপ্ন না দেখালে?

একে একে মৃত ঘোষণা করে,শব সারিসারি,
ভেঙে পরা নয়,তবুও জীবনের বৃথা প্রার্থনা তারই।।

তবে,
ক্লান্ত হয়ে ঘাম মুছি ,ভেঁজা রুমাল ,তার
ভীষণ জ্বরেও রাখবো ভালো,ধর্ম "সেবা'র"।।