গা ভাসিয়ে দাও।স্রোতে।খরস্রোতে
ভাঙছে পাহাড়।ঘাস হয়ে যাক জমি
তুমিও লুকিয়েছো মুখ ভিড়ে।একাকী
জানলায় আঁকছো নদী
ধুলো-স্বপ্ন সোনা হয়ে যায় সহজে
ভেঙে পড়া কোনো উড়াল পুলে
নিয়ন...
শরীরও পোশাকি।তুমিও ভেঙ্গেছো ভিতর ভিতরে।ভুলে।
খামোখা ছকবাজী।কাটাকুটি'র মন ...