দূর থেকে একটা গান ভেসে আসে,অচেনা
সুর তবুও খুব চেনা,রাত কিনেছে চাঁদ,
চাঁদ কিনেছে বিকেলের রোদ, ফুরানো ঘাম জোছনা ।।
রোজের ভিড় বাস ঠেলে আমিও অফিস ফেরৎ
পর্দা লাগানো চশমায় ,আঙুল ছুঁয়েছে গোলাপ যত ।।
চুপ ,মুহূর্তরা চুপ , স্বপ্ন ছুঁয়ে গেছে চোখ
আসলে সব পাঁচসিকের গল্প ,হঠাৎ মন খারাপ'এর রোগ ।।
এরপর শরীরে বৃষ্টি ছুঁয়ে যায় মেঘ
ফিরে পাবো নাকি শুধুই হারানোর আক্ষেপ?
সময় কিনেছে চাওয়া-পাওয়া ,চৌরাস্তায় জ্যাম হয়েছে ট্র্যাফিক
গান শেষ হয়ে গেছে ঠিকই ,ছন্দ খুঁজে ফিরছে নিয়ম মাফিক ।।