যাক অবশেষে যে কাঁটাতার ছিল তা গেল ভেঙে
ধর্মের প্রাচীর ডিঙিয়ে এক পৃথিবীতে এক আকাশ ।
দাও বাড়িয়ে হাত তবে ,সমাজবিধির নিয়ম তুলে দিয়ে
এবার একটু দেই ছুঁয়ে,না হয়তো জাত যাবে না কারো ,
করো এটুকু বিশ্বাস ।।
"নাহ তোর সাথে রক্তের কোনো সম্পর্ক নেই তো কি
হয়েছে,তুই যে সবার প্রিয় ,তোর মতো স্নেহ আমায় করে
নারে কেহ ।" দাও বেঁধে আজ আমার হাতে রাখী।
এভাবেই যেন "দিদি" আমরা মিলে মিশে থাকি ।।
"কি গো ভুলে যাবে নাতো আমায় কোনদিন" ,
আজকাল ব্যস্ত সময় ,ট্রামলাইনে রোজ পিষে মরে মন।
এই নাও দাও বেঁধে আজ রাখী ,তোকে আমার আকাশে চাঁদ
করে রাখি ।ভুলে যাই যদি কোনোদিন ,হাত দেখলেই পড়বে মনে
তখন ......সারাজীবন ।।