সেদিনও বিকেল ছিল।হঠাৎ কোনো ব্যস্ত ট্রেন
না না সে ভালোবাসা নয় বোধহয়, নাকি প্রেম?
সিগারেটে দিয়ে টান।চুমুক চায়ে।বৃষ্টি ভেজা
চুপচাপ।শব্দহীন।নির্বাক ক্লাসটা
যতবার ভাবি তাকাবো না তার দিকে।আড়ি
সে ম্যাগনেটিক। এসব কি বলছি ওহ সরি(sorry)!
ক্রাশ ...মানে বই খাতা জুড়ে তোর ছবি
ক্রাশ তুমি কবিতার খাতায়। স্বপ্ন সব'ই
ক্রাশ মানে ভীষণ ভয়ে ভুল করে ফেলা কিছু
সবচেয়ে ভদ্র আমি কিংবা হিরো।যাচ্ছি পিছু পিছু
হাসি তো ফাঁসি ।বেকারার হ্যাঁ দিল,আদতসে
ক্রাশ তুমি স্বপ্নপরী । অন্য কারোর সে
সাহসী কাপুরুষ ভীষণ রকম।ধুকপুক..
ক্রাশ,আসছে প্লিজ চুপ ....
ক্রাশ, আমিও পারি প্রেমিক হতে
পজিটিভ সিগন্যাল দিও।দিন যায় আবোলতাবোল ভাবতে
ধুর এসব কি বলছি
ক্রাশ ,তোমাকে ইচ্ছেমতো ভাবছি