বোতাম আঁটা জামার নিচে বুক পকেটের ভিতর
কিছু চিমনির ধোঁয়ায় আরো একটা সভ্যতার পতন ।
ঝলমুড়িতে কেটে গেছে বিকেল ।
লোকাল ট্রেনে আজও স্বপ্নরা পনেরোই আগস্ট আঁকে ॥
নিষিদ্ধ পল্লীতে তখন গভীর রাত ,
আমার শহরে অফিস ফেরত মিছিলে সুখীগৃহকোণ।
ধানজমিতে খুশির নবান্ন । মেঠো পথ দিয়ে আসে
আগমনীর বার্তা .... ॥
ভাষ্কোডাগামার কম্পাসে সমুদ্র সফেন
কলম্বাস আজও আমেরিকা খোঁজে ... ।
রমজান হোক কিংবা দুর্গা পুজো অন্ধকার তখন
চাঁদ সাজায়... শুক তারা হয়ে প্রেম উপন্যাসের সূচনায় । ।