চল না সব সামাজিক রীতিনীতি ভেঙে
ফের আমরা সংসার গড়ি ।
যে কাঁটাতারে আমাদের দেশ হয়েছিল ভাগ
ইমিগ্রেশন খাতা পেরিয়েছিলাম আমি
প্রাচীর ছিল না'ত তখনও ,এখন নাহয় ফিরে
আসার ইচ্ছে গুলোকে অক্সিজেন দেই ঘরে ফেরার ।।

ভুল গুলোকে ফুল করে দেওয়া হোক
কিংবা ঘাস হয়ে যাওয়া মাঠে
নতুন করে বীজ বুনি ,সবুজে ভরে যেতে ।।

সেবার বলেছিলাম ফিরবো না আর আমি ।
আমার শহরের ব্যস্ততম ট্রামের নিচে
পিষে গিয়েছিল মন নামক নিষ্ঠুর মানুষটাও ।।

আজ ফিরে যেতে ইচ্ছে করছে ফের
সেই জানালায় ধারে চুল শুকোতে দেওয়া
সকালের রোদে ,বিকেলের "একটু ঝাল বেশী ফুকায়"
ভুল করে শিয়ালদহ ছেড়ে বাগবাজার চলে যাওয়ায় ।।

রাতের তারা গুনতে গুনতে কাটবে প্রহর
তুই ঘুমোতে দিবি না বলে করবি বাহানা ।
ভিক্টরিয়া গিয়ে প্রেম করতে আসা কাপলদের করবি ডিস্টার্ব ।
কিংবা ছাতা উড়িয়ে দিয়ে ভিজবি ধর্মতলার বাসটার্মিনাসে ফের ।।

হয়তো কথা শেষ ,রাতের অন্ধকারে কথারা
মিশে গেছে ঘুমহীন দুচোখে তোর ।
ঘৃণায় ঘৃণায় জন্মে গেছে জঞ্জাল আমার নামের চরিত্রে ।
তবুও চল না ফিরে যাই ,নতুন করে  সংসার গড়ি ফের ।।


("নীলাঞ্জনা তোমাকে" থেকে নেওয়া