এখন ডাকনাম গুলো আলমারীতে গুছিয়ে  রাখে সে শীতকাতুরে ভীষণ রকম।মন্দবাসা

নীল শাড়ির ভাঁজে মুখ লুকিয়ে তার
    ঘাস হওয়া উঠোনে ছিল যাওয়া আসা।

এরপর...

শেষ ট্রেন ।একা বাসস্টপে
          কেউ বা কারা নিয়ে যায় পোড়া মন্দিরে
দুচোখে খিদের বিষবাষ্প ভগবানও ,বীর্য ছুড়ে মারে।

লালায় ভোরে যায় নিউজ।কবিদের কবিতা

        চিরকুট।
"সব পুরুষই ধর্ষক ,কেউ তার প্রেমিক না "