আমি যে রোজ পথ হারাতাম
"তাল গাছ" ,আমলকি বনে
পুকুরে শালুক ফুলের মালায় ধুপ চন্দন ।।
সে পথে সূর্য'ও পা মাড়িয়ে গেছে
আকাশের ভিতর আকাশে ধোঁয়া ধোঁয়া
সিগারেটে ,দল ছুট ইমিগ্রেশন ।।
অকালে ঝরে পড়া আমের কুঁড়ি ,
মাটির গন্ধ মেশানো ঘাম বিক্রি ।
তারপর তিনটাকায় বাদাম ভাঁজায় কেটেছে বিকেল ।।
ভালোবাসাও জমি কিনছে শুনি
"না" ফেরানোর ফেরা হয়নি তাই
ধুলোও বিকিয়ে গেছে,গা মুচেছে "চৈত্র সেল "।।