পুরোনো দিনের মুখ আজকাল বৃষ্টি ভেঁজা দেওয়ালে আঁকি ।
স্বপ্নরাও জ্বলে হয়ে অমাবস্যার জোনাকি ।।
ট্রামের লাইনে দাঁড়িয়ে আমিও হারাই বেনামী ইস্তেহারে।
ওরাও চলে যায় ,চেনা হতে হতে ,অচেনায় যায় ফিরে ।।


ভিড় ঠেলে আরও একটু পা ফেলে কাপড় বাঁচিয়ে চলা।
কথার পাহাড় জমতে থাকে ভিতরে ,তবুও হয় না বলা ।।
সময়টাও কেমন কেটে যায় হঠাৎ আসা কোনো জ্বরে ।
গুনতে গুনতে হিসাব ,চাওয়া পাওয়াও ,আবির ছড়ানো কাপড়ে।।


বালির উপর ছক কাটা কিছু দাগ ঢেউ এসে দেয় মুছে ।
দিন যায় দিন আসে ,আমিও চলেছি উড়ো স্বপ্নের পিছে পিছে ।।
এরই মাঝে মৃত স্মৃতিকেও আলমারিতে সাজিয়ে রাখি ।
চলতে চলতে ঝরে পড়া মেঘেকেও আঙুলে ছুঁয়ে ছুঁয়ে দেখি ।।