#ছায়া

আমি পাস কাটিয়ে চলি এখন।তফাতে
    ঘাস হয়ে যায় রাস্তার দুপাশ।নদী
     লতাপাতার সংসার পর্ণমোচি'র

প্রথম প্রেম।ভয়।কথা হারাক কথাতে'ই

পৃথিবীর বুকে মাথা রেখে দিও চাঁদ কোনোদিন
          মন্দবাসার গল্প হয়ে
                  না বলাই থাক।টান।

    ভালোবাসি এ আস্পর্ধা এখনো মাথা উঁচু করে
         তুমিও আড়ল করে রেখো রোদ কোনো ভোরে  

মুখ খুঁজতে গিয়ে দেখি শুধুই মুখোশের অভিযান ...

@জ্যোতির্ময়