দেওয়াল লিখনে কিছু ছক
কাটা আঁকিবুকি ।
হাতে গোনা পোস্টারে মুখ
ঢেকেছে ফিরতি পথ ।
আর দিগন্তে তখন সূর্য বিদায় ।।
হঠাৎ ঘুম ভাঙা রাত্রির
সাইরেনে ,স্টেশন পেরিয়ে যায় ট্রেন ।
প্লাটফর্মময় তখনও ছুটে চলে
আগন্তুক ,"একটু বসার জায়গা কি পেয়েছেন "
কেরানী ডাইরির আরও একটা নতুন পেজে দাগ টানে ।।