সেভাবে আর বসা হয় না গাছের নিচে।
জল পোড়া দিয়ে জ্বর সেরে যায়।
মাটির রাস্তাটায় ভিজে মাটির গন্ধ।
ঘাসেদের হাসি দেখে,পায়ে লাল রঙের আলতা পড়ুক রাই কিশোরী।।
ধান দুব্বা দিয়ে পুষে রাখা আছে কথা।অভিমান।।
বৃষ্টিদের মত ঝুঁকি নিতে আমি পারি না।
বাজারের ব্যাগে আধা কিলো আলু আর পেয়াঁজ নিয়ে ফেরত আসি।
মেঘ করে ,আকাশ ভাঙে,পাড়ার মোড়ে ভিড় হয়।
আত্মীয় স্বজন বাড়িতে আসে যে যার মতো, চলে যায়।
আমি চুপ করে দেখি ,শুধু আমাকে আর দেখি না।।