হঠাৎ ঘুম ভেঙে গেল । দু একটা ফোটা বৃষ্টি কণা
চশমায় আঁটকে গেছে ,ঝাপসা চোখে সারিসারি
অট্টালিকা ,বাস ট্রামের ভিড়ে জল কাঁদা ।
চলন্ত সময় ,ব্যস্ত জীবন ,সাদা কালো ছাতায়
মুখ গুজে বৃষ্টি বাঁচিয়ে চলা .... ।।
যাক ততক্ষণে ঘুমটা ভেঙে গিয়েছে আমার ,
এরপর তো প্ল্যাটফর্মময় দৌড় ঝাঁপ
এগিয়ে চলার ... এগিয়ে থাকার । ।
বৃষ্টির জল জমে গেছে আজকাল রাস্তায়
নর্দমা উপচে পরা জল । কেউ কারও
খোঁজ রাখে না আর "কেন সবার মন খারাপের
অসুক তবে আজ কাল বল ?"
(বৃষ্টি ভেজা স্বপ্নের ঠিকানায় ,2016)