বৃস্টি যত দেখা যায় কাছাকাছি,
মেঘের দিনগুলোতে জানিবে আমি আছি,
কি করিলে বলো প্রিয় দূরে থাকা যায়?
শহরে জমিছে রক্তজমাট,কে বলো চায়?
বন্ধুকে দেখেছিনু আলো ছায়াতে।জমানো ধুলো,
পুরোনো ডাইরির খাতায় বান্ধবীর যতটুকু বৃষ্টিজমানো,
রহিয়াছে আজও যাহা কাঠগোলাপফুল,
যাহা শিখিবে এ পৃথিবীতে,শেখাবে করে যাওয়া ভুল।।
আজি প্রভাতে সূর্য আসে নাই,মেঘ নিয়াছে কারি,
মন ভালো রাখিতে আজি যতটুকু বৃষ্টি দরকারী,
জানালায় আসিয়া বসিলেন একাকী শালিক,
খুন হইলে এ দেশে ,ধর্ম লোয় কারিয়া কিংবা হইয়া যায় রাজনৈতিক।।
এমন পোড়া দেশ এখনও ইহাতে বঞ্চিত যাঁহার হস্তে কোদাল,
মন্দির হইবে কিংবা মসজিদ হইবে,হইবে না হসপিটাল।
আঁখি হতে চশমা খুলিলে দেখা যত মুখোশ,
দুই হাত জমিনেও জি এস টির রাজকোষ।।
বৃস্টি কে যত কাছে গিয়া দেখিনু আমি ,
ভালোবাসা হইয়াছে এ বন্দরে মরশুমী,
বৃথা লেখা কথা শুধু ,বৃথা স্বপন দেখিয়া যায় মন,
এমন এক দেশের রাজা আপনি ছিলে,মেঘ বলিলে বাইশে শ্রাবণ।।