আয়না ভাঙে ফের ,মেঘ সরিয়ে চাঁদ ,
পূর্ণিমা আজকেও তবুও একলা বসে কাঁদে রাত ।।
দিনের বেলায় ইঁদুর দৌড় ,ট্রামের চাকায় পিশে যাওয়া জীবন ,
মগজে আরও একটু চাওয়ার বাসনা,মনের মানচিত্রে চাকরির বিজ্ঞাপন ।।
ছেঁড়া পকেটে লুকানো স্বপ্ন ,প্রেম দুহাত বাড়ায় ,
উষ্ণ চুমু নীরবে হাসে ,যৌবন শরীর ভেজায় ॥
হিসাব মেলে না ,শুধু সিঁড়ি ভাঙ্গার গল্প ,
কথা বলার মুহূর্তরা মরে যায়, আবেগ অল্প ॥
ভালোবাসা থাকে ,অনুভূতি গুলো মরে যায়
দু দিকে দুটি পথ চলে যাবে হয়তো ,তবুও ফিরে আসতে চায় ॥