দুচোখে তার পাহাড়ি নদী।ভাঙ্গন।সে বাঁধে...
ডাকপিয়নের মনখারাপি।এক চিলতে রোদ।  
                     পুরোনো সেই ছাদে

বেবাক হওয়ায় জং ধরা মন।চুম্বন।
ঠোঁটে ঠোঁট।নরম আদর। সে ভিন-দেশী নন।

মন্দবাসী।ঘৃণা। পুড়েছে সে প্রেম।কাপুরুষটার
শরীর কি শুধুই ভালোবাসা।যৌনি'ত প্রেম তার।

অন্য গলিপথ।মদ মাতালে।বেশ্যা বলেছে প্রেমিকাকেও
আঁকছে ছবি।সে কবি।পুরুষ তুমি প্রেমিক নও।।

তবুও চোখে চোখ রেখে বলে।ভালোবাসি।এক পৃথিবী ।
ধ্বংস হবে যেদিন তুমি।সংসারী সে বিপ্লবী'র...

#জুঁই