(সিরিজ @ইন সার্চ অফ থেকে )
ওই যে
চাঁদ মাখ রাত্রি
একটি গোলাপী বিছানায়
চৌকাঠ স্বপ্ন বিলাসিতা ।।
এর
পর
দি
এন্ড !
একটা কাকা ভেঁজা ভোরে
সূর্য আদরে ,"ইউরেকা "
ততক্ষনে মুখোশ কিংবা নাটক
প্রেমপর্ব ,বানভাসি
চুমু কিংবা
নরম আদর ।।
পরিযায়ী মন
একটা অধিবৃত্তে নতি ।
এক্স >স্বপ্ন>অথচ গল্প নয় ।।
একটা সমুদ্র ভৌগোলিক পরিমাপে
মুক্তি ।।