শহর সেজেছে রুপোলী চাঁদের আলোয় ।শোনো...
মুখের ভিতর জমছে কথা ।রবীন্দ্রনাথ কেউ গাইছে যেন ।।
আমিও প্রথম ডেকেছি "মা " যে ভাষাতে
তেত্রিশ কোটির মুখের বুলি সে ,আমার রোজের "না বলা কথা তে" ।।
রক্তেও আছে সে সুর ,পৃথিবীর শ্রেষ্ঠ মধুর ভাষা ,
বাংলা ও বাঙালি পরিচয় আমার ,সে'ই গর্ব সেটাই ভালোবাসা ।।
হাজার রাত্রি নামুক ,কিংবা ঝড় ।ইংলিশে ...
বলতে সবাই পারে ,বাংলা বলাটাও আর্ট।আছে রক্তে মিশে।।
(নিকোটিনে প্রকাশিত )