##
এক পা দু পা করে  সামনে আরো  সামনে এগিয়ে চলা
আমার প্রথম "অ ,আ ,ক  ,খ "বলা ।
জানি তুমি নিজে হেরে গিয়ে ,আমায় আরো সামনে দাও এগিয়ে ,
জানি তুমি কাঁদে পারো না মায়ের মতো ,বুকের ভিতর কান্না নিয়ে
           আমার আবদার গুলো পূর্ণতা পায় ... ॥

##
বুকের ভিতর পাথর ,পরাজিত মুখ তবুও তোমার হাসি
হাতের রক্তের কালশিটে দাগ ,জন্ম দিনে উপহার রাশি রাশি ॥  
দুবেলা দু মুটো ভাত ,তোমার হাড়ভাঙ্গা শরীর
মায়ের বকবকানি ,জানি কাপুরুষ নও তুমি ,তোমার সমুদ্রটা অনেকটা গভীর ।
তোমার স্বপ্ন ভাঙ্গে রোজ ,তুমি তবুও হাসো চাপা কান্নায় ... ॥