এই কঠিন সময় পেরিয়ে যাচ্ছি রোজ বিপদসীমা,
আসেপাশে চেয়ে দেখো রোজ, এই ভিড়ে তুমি আছো কিনা?
আসে পাশে চেয়ে দেখি তারপর,বন্ধু যারা প্রিয় কেউ নয়,
ফাঁকা উঠোন পরে থাকে সেই,ঘাসেদের বড় হয়ে উঠা সময়।।
কত মুখ,এই অসুখ,বৃষ্টি মেঘ,রাত জাগার বন্ধুরা,
কথা ফুরিয়ে গেলেই,বদলে যায় ঠিক যেমন রিংটোনেরা ।।
আমার লোক দেখানো রোজ,অনুপম লিখেছে গানে,
কবীর সুমন রেলিং ধরে এসে,মনখারাপি জানে।।
কেমন হত,যদি মেঘ না হত,প্রতিটি আবহাওয়া বদলে?
প্রতিটি মানুষ নিজের কথা বেশি আয়ানাদের সাথেই বলে।।