সন্ধ্যা পর্যন্ত ওপাড়ায় মিছিল ,মোমবাতি হাত।
ওলিতে গুলিতে পার্টি অফিস ,নিহত আঁতাত।।
স্বপ্ন বিক্রি গেছে কবেই ,সস্তায়,তবুও ভীষণ বাজারদর
"প্রেম" বলেছিলাম স্লোগানে ,তুমি ভেবে নেও যে নরম-শরীর আদর।।
বিপ্লবী সে প্রেমিক তখন,গুটিয়ে নিচ্ছে সংসার।
পাশ ফিরে শুয়ে থেকো প্রিয়তমা ,মৃত্যু চুমু খাবে যেদিন আমার ।
ভীষণ কষ্টে থেকো তাই ,মন ভিজছে না,নোনা জল।
আমার ব্যস্ত শহর ভীষণ,সময় ,হাতছানি না,
"ভালোবাসছি না বল ?"