চৌকাঠ পেরিয়ে দু এক পা ,তারপর ধান জমির
জল থইথই ,মেঠো পথের গায়ে সুড়সুড়ি দূর্বার ॥
তোমার ঠিকানার মানচিত্রে আমার শহরের অবস্থান
শঙ্খচিল আকাশ খোঁজে ,রামধনু ছবি বুঝি আবার ॥
তোমার নামের চিরকুট গুলো যত্নে রেখেছি
ক্যানভাসের ডাক বাক্সে ভীষণ সতর্কতায় ॥
ঝড়ের অন্তরীপে হারিয়ে গিয়েও লাস্ট ট্রেনের
সবুজ সিগন্যাল । হয়তো এভাবেই ফিরে আসা যায় ?
ব্যস্ত শহর ,সাগর প্লাস্টিক চাদরে সুনামির অপেক্ষায় ।
ধূসর পৃথিবীর শেষ চিৎকার"দাও ফিরিয়ে সে অরণ্য"
আমি সবুজ খুঁজি ,সাহারায় গাছের গল্প শোনাই ,
মেঘ জমে আবার ,বৃষ্টি হয় ফের,স্বপ্নের ঘর তলিয়ে
যায় বন্যায় ,হয়তো এভাবেও ফিরে আসা যায় ॥