কথা গুলো কেটে গেছে
সময় গুনছে বয়সের মাপকাঠি
আর সেই চৌরাস্তায় অপেক্ষা করে না
ভিড়ের মাঝে বেশ একলা হাঁটি
বিচ্ছেদের উপর সাহস দেখাই চুমুর
দেখা হলে ভুল করে ,ক্ষমা চেয়ে নেব প্রজন্মের কাছে
এখন বেঁচে থাকার আয়নায় ,
আমিও ভীষণ ছদ্মবেশি
ভীষণ হরতাল রাজপথে আজ
পারদ মাপে হিপোক্রেসি