##
ওই যে সিঁদুরে মেঘ ... আমার আকাশে গোলাপী আভা ।
ওই যে তার নিচে চেনা সবুজ ...বৃষ্টিহীন ,স্বপ্ন পুড়ে ছাই ,
ওই যে চিমনী ধোঁয়া ... ঘাম বৃষ্টি হয় ,ঘামের মূল্য কই ?
ওই যে শহর ...." ভালো থাকার অভিনয়" ,জীবন ছক কাটা ।।
##
ওই যে আম কুড়ানো শৈশব ... মৃত ,বইয়ের বোঝা ।
ওই যে শিক্ষিত ভদ্র লোক ... জন্ম দিনের পায়েস হাতে বৃদ্ধাশ্রমে মা ,
ওই যে নদীর দিকে চেয়ে থাকা ছেলেটা ....বেকার,কাপুরুষ বলেছে প্রেমিকা ,,
ওই যে পালিয়ে যাওয়া ছেলে-মেয়েটা ...হিন্দু-মুসলিম ,
"ভগবান-আল্লা এক " মেনে নেওয়া কি অতো সোজা ?
##
ওই যে আবার মেঘ জমে ... ঘন কালো ,সঙ্গে দমকা হাওয়া ।
ওই যে সাজানো ঘরের টিন উড়ে ...যুক্তিহীন ,মৃত মানবতা ,
ওই যে বিদ্যুৎ চমকায় ...রেভুউলেশনের ঢাক বাজে ,ধ্বংসের সুর যান্ত্রিকটা ,
ওই যে বৃষ্টি আসে এবার ... সবুজ ফসল ফলে ,ভালো থাকে মন
..... ভেঙে ফেলে কাঁচের খাঁচা ,মুক্ত আকাশে উড়ে যাওয়া ॥