আজ নীলনদ বয়ে গেছে সাহারায় ,দুকূলে
সবুজ অরণ্য ,পল্ল্যলব্যঞ্জনী এঁকেছে ফের বালুচর ।
"চেনা অচেনা হয় ,আপন হয় পর ।"
পুরোনো মন্দিরে ঘণ্টা বেজে উঠে ,উলু ধ্বনি
ফের সর্পিল অর্কিড ফুল ফোটায় গোলাপীতে ॥
শরীরে উষ্ণতা একশো চারে তখন ...
ফসফেটিক চুমু আঁকে ॥
চশমার পাওয়ার গিয়েছে বেড়ে ,দূরে ওই মেঠো
পথের দূর্বা ঘাস ফুল আতস কাঁচে বন্দী ।
তোমাকে দেখার ইচ্ছে গুলো বৃষ্টি ছোঁয়
আরও একটু কাছে পাওয়ার অভিসন্ধি ॥