শীতকালীন চাদরে মতো তুমিও মেপে নাও
উষ্ণতা ।আমার শরীর জুড়ে উত্তুরে বায়ু প্রবাহ তখন ।
শিশির ভেজা পায়ে ,আমার উঠোনের দূর্বা ছুঁয়ে যাও
মেরু প্রদেশে রাত্রিকালীন সূর্য উঠে যখন ।।
নিত্য তোর শহর ঘুরে আসি ,মেঠো পথ ধরে ।
স্টেশনে ভিড় ঠেলে লোকাল ট্রেনে বসবার যায়গাও
নোটিশ বোর্ড ঝুলানো "সবটুকুই তাকে ঘিরে "
লোকে পাগল বলে তখন।আরও একটু চেয়েছি তোকে
ভয় পেয়েছে তাই চাঁদও ।।
তবে নাও আরও একটু উষ্ণতা মেপে ।
পারদ মেশানো ক্যাকটাস ফুটুক তবে ফের ।
তোমাকেই শব্দে মিশিয়েছি তাই রাত জেগে ।।
তুমিও আরও একটু বন্ধু হয়ে যেও তবে
আমার সস্তা কিছু স্বপ্নের ।।