আজ আট বছর পূর্ন হলো আমার প্রথম লেখা কাব্যগ্রন্থ #অপরুপা_তুমি এর(অপ্রকাশিত )
প্রায় পঞ্চাশটি ছোটো বড়ো কবিতা নিয়ে লেখা ।
আজ আট বছর পর মাত্র আট টি কবিতা সংরক্ষণে আছে শুধু বাকি গুলো হারিয়ে গেছে ,ডাইরিটা অনেক খুঁজেছি পাইনি আর ।
ঠিক নয় বছর পর জানি না কেন সেই চেনা অচেনা সুর গুলো আবার আমার গিটারে গান হয়ে দিচ্ছে ধরা । হয়তো সব ভুলে গেছি ,হয়তো বা এখনো কিছু আছে ....ঠিক এই অনুভূতি নিয়েই আবার
#অপরুপা_তুমি এর পূর্ণদ্ধারের চেষ্টা ....
#ঠিক_আট_বছর_পর
©জ্যোতির্ময় রায়
এখনো কি আছে রামধনুতে আঁকা চাঁদ ?
কিংবা বর বউ খেলা ,ধুলোয় আঁকা ঘরবাড়ি ?
সেবার প্রথম রথ মেলা ছিল হাট খোলায়
"আরো একটু চাওয়া-পাওয়া ,মান অভিমানে ,
তোমার মাথায় লাল ফিতে বেশ মানায় কিন্তু "
একই সাথে হাত ধরে চলতে থাকা ছেলেবেলা ... ।।
##
এখন এঁকেবেঁকে চলে গেছে দুটি পথ দু দিকে
দূরত্ব কয়েক আলোকবর্ষ ,তাজমহলে একাকী
শাহজাহান কিংবা কলম্বাস হয়ে আমেরিকা খুঁজে...
কিছু চলমান রূপকথা ...।।