এবার গাঁয়ে কিছু ছাই ভস্ম মাখা ,প্লাস্টিক মোড়ক ,
এবার কিন্তু ওজোন পারবে না আটকাতে রেডিয়েশন,
এবার প্লাবন হবেই ,সুমেরু তে নেই জমানো বরফ ।
ওরা সবুজ ভালোবাসে বুঝি ?পিঁপড়ের ডিম পপুলেশন ॥
         কিছু পোড়া তেলের গন্ধ নদীর জলে .... ।

##
ওখানে টাকা ওড়ায়  ,ওখানে রাস্তা বানায় ,অট্টালিকা
ওই আকাশের বুকে চুমু খায় চিমনির ধোঁয়া ।
জমে থাকে মেঘে ,বৃষ্টি কোথায় ?
ভালোবাসা ছিল তো কোনো এক কালে ,আজ তাজমহল নেমেছে ক্ষয় ॥
      তবুও ওরা সবুজ পৃথিবী বলে .... ॥

##
সাম্রাজ্যবাদের গান ,উন্নয় আরো চাই
উন্নত টেকনোলজি আজ ,কিন্তু মনের শান্তি নাই ,
সবুজ আজ ধূসর মরু ,কয়লা কালো বাতাস
তপ্ত রোদে পুড়ছে শরীর ,বন্ধ হল বুঝি নিশ্বাস ॥
  পৃথ্বীর বুকে আজ ফসফরাস জ্বলে .... ॥