"অ,আ শেখেনি সে কথা কওয়া "
সকাল বেলায় ...উঠে মনে মনে সেই বলা
সারাটাদিন যাতে ভালো ভাবে চলি ।
স্কুলে সাড়ে দশটায় লাইন
"জনগন মন অধি নায়ক জয় হে "
আজ বিশ্বের সেরা জাতীয় সঙ্গিত ।
পরিচিতি বাড়তে থাকে "ছেলেবেলা " থেকে
আর "গল্পগুচ্ছে " মিশে যাই রোজ
"গোরা,পোষ্টমাষ্টার,ডাকঘর ...
কাবুলিওয়ালা ..মনে আছে তোমার "
"ভিক্ষারীনির "এর কথা ?
পথ চলতে চলতে কতো "অতিথি"র সাথে দেখা
তারপর একদিন ঠিক বেজে উঠে
"যদি তোর ডাক শুনে না কেউ আসে
তবে একলা চলো রে "চলাই তো শেষ উদ্দেশ্য ।
আর ঠিক তখনি "শেষর কবিতায় " মিশে যাওয়া ।
"চারঅধ্যায়ে" জীবনের হিসাব নিকেশ
ঠিক "অচলায়তনের" মতো ব্যাকডেটেড
রীতিনিতির পরিবর্তন চাই আজ সমাজে
তবেই অতুলপ্রসাদের গানে বেজে উঠবে
"ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লবে "
হ্যাঁ প্রথম ..সবার প্রথম এশিয়ায় "সাহিত্যে নোবেল "
"গীতাঞ্জলীর" সেই গানটা সাবার নিশ্চই মনে আছে
"কেমন করে গান শোনাবো তোমায় গুণী "
অথবা বিরহীনি তুমি প্রেমে গাও
"মায়বিনী বিহারীনি " বা "একটুকু ছোঁয়া লাগে "
মন ভাসাও "খোলা হাওয়ায় "।
আজ বাইশে শ্রাবণ ...
মেঘে আড়ালে আজ রবি উঠলেও
"রবি"র জীবনদীপ যে নিভে গিয়েছিল
তবুও আলো আছে ..মিশে গেছে প্রতিদিনের
চলমান প্রবাহে ....।
তাই আজ তারই গানে
"তোমার কাছে খাটে না মোর কবির গর্ব করা,
মহাকবি তোমার পায়ে দিতে যে চাই ধরা।"