কিছু প্রিয় গান দিও
এ গভীর রাতে উপোসি ঘুম
তুমিও মাঝে মাঝে গুমরে কাটাও ।
ওই আধারের মুখচোরা ,চাঁদের আলোয়
এ আগুন ছোঁয়াচ দাও
প্রিয় বন্ধু ,
মুখোশের ভিতরের তুমিও রোজ
খুঁজে দেখো আমাকে
নিয়ন উড়ছে এই বুকের ভিতর
পুরোনো গন্ধে ।
এখন বাতাস নামে খালি পায়ে পায়ে
পাহাড় রেখেছি বাঁয়ে
তুমিও তো মাঝে মাঝে মন খারাপে
তুমিও মাঝে মাঝে ভীষণ আবেগে
আধারের মুখচোরা আনন্দে
আগুন জ্বালাও ।