"সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস :
বাতাসের ওপারে বাতাস—
আকাশের ওপারে আকাশ।"



সুরঞ্জনা ,
তুমি চলে গেছো আজ
আকাশের ওপরের ওই আকাশে -
কালবৈশাখীতে ভেঙে গেছে আমার ঘরবাড়ি ।
বাতাসের ভিতরের বাতাসও দিয়েছে আড়ি ।।

তোমার গোল্লাছুটের মাঠে শুধুই ঘাস আর ঘাস
ফড়িং এর মতো আমিও লাফিয়ে চলি ,
আগুনের দিকে ,তুমি আজ আপনিতে,
আপনার কথা এখন শুধুই তারাদের বলি ।।


সুরঞ্জনা ,
আপনার উঠোনে ঘাসফুল ফোটে না আর
হরেকরকমের ফুলে ভরে গিয়েছে শীতকাল ।
আকাশের ভিতরের যে আকাশ তা আজ
বড্ড অচেনা ,আমি এখন শিমুল গাছ-
এখন চশমা পড়ানো চোখের ভিতরের ওই চোখে ।।