এ একুশ শান্তশিষ্ট ভিতরে জ্বলতে থাকা তুষের আগুন ,
এ একুশই পারে গ্রীষ্মের তীব্র তাপদাহে এনে দিতে ফাল্গুন।
এ একুশ সাহারার বুকে ফোটা সুপ্ত ফুল
এ একুশই সেকন্ড চান্স শুধরে নিতে , হয়ে যাওয়া ভুল ।।
এ একুশ ধীর স্থির ,ভেবে চিন্তে নেয় পদক্ষেপ
এ একুশই জানে না পাওয়ার যন্ত্রনাটা কতো বড়ো আক্ষেপ ।।
এ একুশের বুকে বয়ে গেছে কত কালবৈশাখী ঝড়
এ একুশই নেয় চিনে কে কতটা আপন কে কতটা পর ?
এ একুশ ভাসে না কোনো আবেগে
এ একুশ চলে সব যন্ত্রনাকে তুচ্ছ করে অপ্রতিরোধ্য বেগে ।।
এ একুশই পারে বদলে দিতে দেশ
এ একুশই পারে বারুদ ঠেকিয়ে শত্রুর আস্পর্ধাকে করতে নিঃশেষ ।।
এ একুশই স্বপ্ন নামক মরিচীকা ধরতে রাখে জীবন বাজী ।
এ একুশই অন্যের সুখে সব কিছুই বিলিয়ে দিতে রাজি ।
এ একুশের রক্তেই এই পৃথিবীর বুকে
রিভিউলেশন আসে যে নেমে ,
এ একুশের এই উদ্দাম যেন যায় না কখনো থেমে ।।