কিছু বলি, কিভাবে,
দেওয়াল দিয়েছে ওরা
গেঁথে কাঁচের টুকরো
আর পেরেক জং ধরা।
পালক চাই, অনেক পালক,
ছোট বড় আর রঙিন,
গুড় দিয়ে গাঁথি কিন্তু
ওড়া খুব কঠিন।
তীর ধনুক আর বল্লম
সবাই আছে জেগে।
চুপ থাকতে চাই না,
মুখ খোলা বারণ,
যদি যায় রেগে।
তবে থাকি সং সেজে
হাঁটু গেড়ে হাঁটি।
দেওয়ালেও থাকে গর্ত,
মালমশলা যদি না হয় খাটি।
নাকি একটু চেষ্টা করি,
একটু খানি লাফিয়ে
দেওয়াল সীমা ধরি।
শরীরটা কিলো আশি,
একটু বেশি ভারী,
কনুই চুঁইয়ে রক্ত পড়ে,
পেশীতে ধরে টান।
পারিস না তুই খুলতে খোঁপা
উড়িয়ে তোর মেঘ রাশি,
দুহাত দিয়ে ধরি।