শুকতারা বোধয় ছদ্মবেশী,হয়ত হতে পারত নক্ষত্র।
কারণ গ্রহকেও আমরা তারা ভাবি,
কিন্তু নক্ষত্র গ্রহ নয়, সে মিটমিট করতে জানে,
উদ্দীপ্ত নয় সর্বত্র,
প্রয়োজনে সে উজ্বল।
নক্ষত্রের নিজের তেল থাকে, গ্যাসীভূত
হাইড্রোজেনে,
সে নিজেকে জ্বালাতে জানে আলোর প্রয়োজনে,
আর সেই আলোর ঋণে যে গ্রহ উজ্বল
তাকে তারা বলে ভুল করি।