দুঃখ তুমি থেকো মোর সাথে,
      সুখের অনুভূতিও তোমারই হাতে।
সংকীর্ণ সুখ ভুলায় দুনিয়া বাস্তব,
          সজিব কেবল স্বার্থে।
দুঃখ বড়ই সরল, অল্প কিছুই চায়,
   কেবলি আমার সে অর্থে।